অস্ট্রেলিয়া সফরে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। তার আগে ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহ’র প্রশংসায় মজলেন অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান স্টিভ স্মিথ। বুমরাহকে ক্রিকেটের তিন সংস্করণে এই মুহূর্তে সেরা ফাস্ট বোলার হিসেবে মনে করেন তিনি।
নভেম্বরে শুরু হতে যাওয়া বোর্ডার-গাভাস্কার ট্রফি সামনে রেখে ভারতের টিভি চ্যানেল স্টার স্পোর্টসে কথা বলেন স্টিভ স্মিথ। সেখানে তিনি ৩০ বছর বয়সী এই পেসারের গতি, লাইন-লেংথ ও সুইংয়ে ধারাবাহিকতার জন্য প্রশংসা করেন।
তিনি বলেন, সে দারুণ বোলার, সেটা নতুন বল, একটু পুরোনো বল কিংবা একদম পুরোন বল-যেটাতেই তার মুখোমুখি হই না কেন, সবকিছুতেই তার দারুণ দক্ষতা। গ্রেট একজন বোলার। তর্কযোগ্যভাবে তিন সংস্করণ মিলিয়ে সেরা ফাস্ট বোলার।
উল্লেখ্য, পার্থে ২২ নভেম্বর শুরু হবে প্রথম টেস্টে। অস্ট্রেলিয়ায় এটি হবে বুমরাহ’র তৃতীয় টেস্ট সিরিজ। আগের দুটি সফরে ৭ টেস্ট খেলে ৩২ উইকেট নিয়েছিলেন বুমরাহ। দুবারই সিরিজ জিতেছিল ভারত।
বিডি প্রতিদিন/এমআই