ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে আজ থেকে মাঠে নামছে বাংলাদেশ। কানপুরে ম্যাচ শুরুর আগে বৃষ্টি হয়েছে। এখনও মাঠ খেলার উপযোগী করা যায়নি। যার ফলে টসে বিলম্ব হচ্ছে, একই সঙ্গে খেলা শুরুর সময়ও পিছিয়ে গেছে।
স্থানীয় সময় সকাল ৯টায় টস অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে মাঠ খেলার উপযুক্ত না থাকায় তা সম্ভব হয়নি। স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় (বাংলাদেশ সময় সকাল ১০টায়) মাঠ পরিদর্শন করে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন আম্পায়াররা।
এদিকে, কানপুর টেস্টের জন্য তৈরি করা হয়েছে দুই উইকেট। বৃষ্টি শুরুর আগে উইকেট দেখেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। স্পিন সহায়ক উইকেটে বাংলাদেশ দলের একাদশে আসতে পারে পরিবর্তন। তিন পেসারের পরিবর্তে নামতে পারে দুই পেসার, তার বদলে একজন স্পিনার বাড়বে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ : সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ