কানপুর টেস্ট ভারতের জন্য সিরিজ জেতার আর বাংলাদেশের জন্য সমতায় ফেরার। টস হেরে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তার আমন্ত্রণে আগে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। এই ম্যাচে ভারত অপরিবর্তিত একাদশ নিয়ে খেললেও দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ।
আগে থেকেই অনুমেয় ছিল দ্বিতীয় টেস্টে বাংলাদেশ একাদশে পরিবর্তন আসবে। আর তাই হয়েছে। কানপুর টেস্টে দুই পরিবর্তন নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। দুই পেসার নাহিদ রানা ও তাসকিন আহমেদের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন তাইজুল ইসলাম ও খালেদ আহমেদ।
বাংলাদেশ একাদশ : সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ ও খালেদ আহমেদ।
ভারত একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, রিশাভ পন্ত (উইকেটরক্ষক), লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা, রবীচন্দ্রন অশ্বিন, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ ও আকাশ দীপ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ