জাকির হাসান। কানপুরে এক নতুন ঘটনারই জন্ম দিলেন। আকাশ দীপের বলে আউট হয়ে সাজঘরে ফেরা জাকির ঘটালেন এক নতুন কাণ্ড। ওপেনিং করতে নেমে ২৪ বল মোকাবেলা করেছেন তিনি। কিন্তু রানের খাতা ছিল শূন্য। আর বাংলাদেশের হয়ে ওপেনিংয়ে এই ঘটনা প্রথম। এমনকি বিশ্বেও বিরল। এক থেকে তিনের মধ্যে ব্যাট করতে নামা কোনো ব্যাটারেরই এতো বেশি বল খেলে শূন্য রানে আউট হওয়ার নজির নেই।
শুরুর টানা ১৮ বল যশপ্রীত বুমরার মুখোমুখি হন জাকির। ষষ্ঠ ওভারে মোহাম্মদ সিরাজের দুই বলই মোকাবেলা করেন। রবিচন্দ্রন অশ্বিনের খেলেন একটি বল। সে বল থেকে লেগ বাইয়ের বদৌলতে এক রান আসে। তবে জাকিরের ব্যক্তিগত রানের খাতা থাকে শূন্য।
বাংলাদেশের হয়ে টেস্টে সবচেয়ে বেশি বল খেলে শূন্য রানে আউট হওয়ার ‘রেকর্ড’টি অবশ্য জাকিরের নয়। সেটি বোলার মঞ্জুরুল ইসলামের। ২০০২ সালে কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে ৪১ বল খেলে শূন্য রানে আউট হয়েছিলেন ১০ নম্বরে নামা মঞ্জুরুল। ব্যাটারদের মধ্যে শূন্য রানে আউট হওয়ার আগে সবচেয়ে বেশি বল খেলা ক্রিকেটার রাজিন সালেহ। চারে নেমে তিনি আউট হন ২৯ বলে ০ রানে।
বিডি প্রতিদিন/নাজমুল