দ্বিতীয় সেশনে ৩৫তম ওভারের ৩ উইকেটে ১০৭ রান করেছিল বাংলাদেশ। তারপরই দেখা দেয় আলোক স্বল্পতা। আলোর ঘাটতির মাঝেই বৃষ্টির হানা। সাময়িকভাবে খেলা বন্ধ ঘোষণা করা হয়। তবে বৃষ্টি না থামায় শেষ পর্যন্ত কানপুর টেস্টের প্রথম দিনের খেলারই ইতি টানতে বাধ্য হন আম্পায়াররা।
২৬ ওভারে ২ উইকেটে ৭৫ রান নিয়ে সকালের সেশনের খেলা শেষ করেছিল টাইগাররা। দ্বিতীয় সেশনে ৯ ওভারের খেলা হয়েছে। এই সেশনে নাজমুল হাসান (৩১) আউট করেন অশ্বিন। দেড় সেশনের বেশি সময়ের খেলা পণ্ড হলো বৃষ্টিতে।
চতুর্থ উইকেটে ৩৭ বলে ২৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন মুমিনুল ও মুশফিক। ৪০ রানে অপরাজিত মুমিনুল। ৬ রানে অন্য প্রান্তে অপরাজিত মুশফিক।
ভারতের হয়ে সকালের সেশনে ২ উইকেট নেন পেসার আকাশ দীপ। ১টি উইকেট শিকার করেছেন রবীচন্দ্র অশ্বিন।
বাংলাদেশ প্রথম ইনিংস
৩৫ ওভারে ৩ উইকেটে ১০৭ (মুমিনুল ৪০*, শান্ত ৩১, সাদমান ২৪, মুশফিক ৬*, জাকির ০ ; আকাশ ২/৩৪, অশ্বিন ১/২২, সিরাজ ০/২৭, বুমরা ০/১৯)।
বিডি প্রতিদিন/নাজমুল