ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের পুরোটাই ভেসে গেছে বৃষ্টিতে। কানপুরে একটি বলও খেলা হয়নি। ফলে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩৪ মিনিট নাগাদ দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেছেন আম্পায়াররা।
প্রথম দিনেও বৃষ্টির কারণে মাত্র ৩৫ ওভার খেলতে পেরেছিল টাইগাররা। টসে হেরে ব্যাটিং করতে নামা বাংলাদেশের স্কোর ছিল ৩ উইকেটে ১০৭।
খেলা শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হলেও বাংলাদেশ সময় দুপুর ১২টা ১০ মিনিটের দিকে ফের বৃষ্টি শুরু হয়।
বৃষ্টির দাপট কমলে তৃতীয় দিন সকালে ৩ উইকেটে ১০৭ রানে খেলা শুরু করবেন মুশফিক ও মুমিনুল। ৭ চারে ৮১ বলে ৪০ রান করেছেন মুমিনুল। ১৩ বলে ৬ রান মুশফিকের। দুজনের অবিচ্ছিন্ন জুটি ২৭ রানের।
দুই দিনের ক্ষতি পুষিয়ে নিতে রবিবার ত্রিশ মিনিট আগে অর্থাৎ সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হবে খেলা।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ৩৫ ওভারে ১০৭/৩ (জাকির ০, সাদমান ২৪, মুমিনুল ৪০*, শান্ত ৩১, মুশফিক ৬*; বুমরাহ ৯-৪-১৯-০, সিরাজ ৭-০-২৭-০, অশ্বিন ৯-০-২২-১, আকাশ ১০-৪-৩৪-২)
বিডি প্রতিদিন/নাজমুল