২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতার পরে তিন ফরম্যাট থেকে নেতৃত্ব ছাড়েন বাবর আজম। পরবর্তীতে তাকে আবারও ওয়ানডে ও টি-টোয়েন্টির অধিনায়ক বানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। গত জুনে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে তার নেতৃত্বে আবারও ভরাডুবি হয় পাকিস্তানের। এরই পরিপ্রেক্ষিতে আজ অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি।
টুইটারে বাবর লিখেন, 'প্রিয় ভক্তরা, আজ আমি আপনাদের একটি খবর দিতে চাই। পাকিস্তান পুরুষ ক্রিকেট দলের নেতৃত্ব থেকে আমি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি, যা গত মাসে পিসিবি ও টিম ম্যানেজমেন্টকে জানিয়েছি আমি। পাকিস্তান দলকে নেতৃত্ব দেওয়াটা ছিল সম্মানের, কিন্তু এখন সময় হয়েছে সরে দাঁড়ানোর এবং নিজের খেলার প্রতি মনযোগ দেওয়ার। অধিনায়কত্ব অভিজ্ঞতা প্রদান করে কিন্তু এর জন্য উল্লেখযোগ্যভাবে কাজের চাপও বেড়েছে। আমি আমার পারফরম্যান্সকে প্রাধান্য দিতে, নিজের ব্যাটিং উপভোগ করতে এবং পরিবারের সঙ্গে ভালো সময় কাটাতে চাই। যা আমাকে আনন্দ দেয়।'
'সরে দাঁড়ানোর মাধ্যমে, আমি সামনে এগোনোর ক্ষেত্রে স্পষ্টভাবে ভাবতে পারব এবং নিজের খেলা ও উন্নতির ওপর আরও জোর দিয়ে মনোযোগ দিতে পারব। আপনাদের অকুণ্ঠ সমর্থন ও বিশ্বাসের কারণে আমি কৃতজ্ঞ। আপনাদের উৎসাহের মানেটা আমার কাছে বিশাল। একসঙ্গে আমরা যা অর্জন করেছি তা নিয়ে আমি গর্বিত এবং খেলোয়াড় হিসেবে দলের অবদান রাখতে মুখিয়ে আছি।'
তবে বাবরের পদত্যাগে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেখায়নি পিসিবি। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় পাকিস্তান। হেরেছে যুক্তরাষ্ট্রের কাছেও। এদিকে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আগামী মাসে অস্ট্রেলিয়া সফর করবে তারা।
বিডি প্রতিদিন/ মুসা