স্কটল্যান্ডকে হারিয়ে ২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করেছে বাংলাদেশের মেয়েরা। এবার তাদের সামনে আসরের অন্যতম ফেবারিট ইংল্যান্ড।
শনিবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে গ্রুপ বি-এর ম্যাচে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে আসরে প্রথম ম্যাচ খেলতে নামা ইংলিশরা। ফলে আগে ফিল্ডিংয়ে নামছে বাংলাদেশ।
এর আগে, গত বৃহস্পতিবার আসরে নিজেদের ম্যাচে স্কটল্যান্ডকে ১৬ রানে হারিয়েছে বাংলাদেশ। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রায় ১০ বছর ও ১৬ ম্যাচ পর জয় পেয়েছে বাংলাদেশ।
বিডি-প্রতিদিন/শআ