জেপি ডুমিনি আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন ২০১৯ সালে। এরপর কোচিংয়ে পেশায় যোগ দেন। বর্তমানে তিনি দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দলের ফিল্ডিং কোচ হিসাবে কাজ করছেন। তবে আবুধাবিতে আয়ারল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ম্যাচে আবারও নিজ দেশের জার্সি পড়ে মাঠে নামেন ডুমিনি।
সোমবার আয়ারল্যান্ডের সঙ্গে দক্ষিণ আফ্রিকার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ ছিল। এই সিরিজে চোটের কারণে শেষ ওয়ানডে ম্যাচ থেকে ছিটকে যান টেম্বা বাভুমা। এর আগে চোট পেয়ে স্কোয়াডের বাইরে যান ব্যাটসম্যান টনি ডি জর্জি। এছাড়া ব্যক্তিগত কারণে দেশে ফিরেছেন উইয়ান মুল্ডার। সব মিলিয়ে ক্রিকেটারের সংকটে পড়েছিল দক্ষিণ আফ্রিকা। এ কারণেই নেমে পড়েন ডুমিনি।
ক্রিকেটের মাঠে আপৎকালীন পরিস্থিতিতে সাপোর্ট স্টাফদের ফিল্ডিং করতে নামা একেবারে নজিরবিহীন নয়। তবে বেশিরভাগই প্রস্তুতি ম্যাচ বা ট্যুর ম্যাচে এমন ছবি দেখা যায়। আন্তর্জাতিক ক্রিকেটে কোচের মাঠে নেমে পড়ার ঘটনা বিরল।
ম্যাচে আবুধাবির তীব্র গরমে কারণে ক্লান্ত দক্ষিণ আফ্রিকার ফিল্ডাররা খুঁজছিল বিশ্রাম নেওয়ার সুযোগ। তাদের সেই সুযোগ দিতে ড্রেসিং রুমে ব্যাটিং কোচ হিসেবে থাকা জেপি ডুমিনিই জার্সিটা চেপে নিয়েছেন। এর মধ্যে দিয়ে ব্যাটিং কোচ থেকে হয়ে গেলেন ফিল্ডার। ফিরে গেলেন তার অতীতের ভূমিকায়।
মাঠে বদলি ফিল্ডার হিসেবে পারফরম্যান্স খারাপ করেননি। শর্ট থার্ডে দাঁড়িয়েছেন তিনি। বাঁচিয়েছেন কিছু রানও। আবুধাবিতে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২৮৪ রানের পুঁজি পায় আয়ারল্যান্ড।
দক্ষিণ আফ্রিকার জার্সিতে ডুমিনির মাঠে নেমে পড়ার ছবি মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। অবসরের পরেও ডুমিনি কতটা ফিট, সেটা বোঝা যায় মাঠেই। তার ফিল্ডিং প্রচেষ্টা হৃদয় কেড়ে নেয় ক্রিকেটপ্রেমীদের।
বিডি প্রতিদিন/ মুসা