তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের হাত ধরে গত বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চ্যাম্পিয়ন হয়েছিল ফরচুন বরিশাল। বিপিএলের সামনের আসরেও বরিশালের হয়েই খেলবেন তারা দুজন। শনিবার রাতে ফরচুন বরিশালের মিডিয়া ম্যানেজার সিকান্দার আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
নতুন নিয়ম অনুযায়ী, প্রতিটি ফ্র্যাঞ্চাইজি মাত্র দুইজন খেলোয়াড়কে রিটেইন করতে পারে। সেই হিসেবে ফরচুন বরিশাল তামিম এবং মুশফিককে রেখে দিয়েছে। এবং সরাসরি চুক্তিতে তাওহীদ হৃদয়কে দলে নিয়েছে।
বিদেশি খেলোয়াড়দের মধ্যে ইংল্যান্ডের ডেভিড মালান ও পাকিস্তানের ফাহিম আশরাফকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে বরিশাল। তবে, তারা পুরো আসর বরিশালের হয়ে খেলতে পারবেন না। টুর্নামেন্টের শেষের দিকে দলে যোগ দেবেন মালান ও দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার।
আগামী সোমবার বিপিএল ২০২৪-২৫ মৌসুমের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে।
বিডি প্রতিদিন/মুসা