লিভারপুল ছাড়ার পর থেকে আর কোনো ক্লাবে যোগ দেননি জোয়েল মাতিপ। এরপর হুট করে সবকিছুর ইতিই টেনে দিলেন ক্যামেরুনের এই ডিফেন্ডার। ৩৩ বছর বয়সে বুটজোড়া তুলে রাখার ঘোষণা দিলেন তিনি।
শনিবার বিবৃতি দিয়ে মাতিপের অবসরের কথা জানায় তার সাবেক ক্লাব লিভারপুল।
২০১৬ সালে ফ্রি ট্রান্সফারে লিভারপুলে যোগ দেন মাতিপ। এরপর ক্লাবটিতে আট বছর কাটান তিনি। এখানে ইয়ুর্গেন ক্লপের কোচিংয়ে পুরোটা সময়ই খেলেছেন। গত মৌসুম শেষে লিভারপুল ছাড়েন ক্লপ। চুক্তির মেয়াদ শেষ হওয়া মাতিপও গত মে মাসে লিভারপুল ছাড়ার ঘোষণা দেন।
এক কথায় লিভারপুল ক্যারিয়ারে দারুণ সময় কাটিয়েছেন মাতিপ। ২০১৯ সালে জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ। পরের বছর তিন দশকের অপেক্ষা ঘুচিয়ে প্রিমিয়ার লিগ জেতে লিভারপুল। এছাড়া, এই সময়ে এফএ কাপ ও দুটি লিগ কাপও জেতেন মাতিপ।
গত বছরের ডিসেম্বরে অলরেডদের হয়ে সবশেষ মাঠে নামেন মাতিপ। ফুলহ্যামের বিপক্ষে ওই ম্যাচে ৬৯ মিনিট খেলার পর অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট চোট নিয়ে মাঠ ছাড়েন তিনি। এরপর আর মাঠে নামা হয়নি তার। অবসরের ঘোষণা দেওয়ায় সেটিই হয়ে রইল পেশাদার ফুটবলে মাতিপের শেষ ম্যাচ।
লিভারপুলের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২০১ ম্যাচে মাঠে নেমেছেন মাতিপ। ২০০৯ সালে জার্মানির ক্লাব শালকের হয়ে পেশাদার ফুটবলে হাতেখড়ি মাতিপের। ক্যারিয়ারে সবচেয়ে বেশি ২৫৮টি ম্যাচ তিনি খেলেছেন শালকের জার্সিতে।
জার্মানিতে জন্ম নিলেও ক্যামেরুনের হয়ে আন্তর্জাতিক ফুটবল খেলেছেন মাতিপ। দেশটির জার্সিতে ২৭ ম্যাচে মাঠে নামা এই ফুটবলার ২০১০ ও ২০১৪ বিশ্বকাপে খেলেছেন। ২০১৫ সালের পর আর আন্তর্জাতিক ফুটবলে দেখা যায়নি তাকে।
বিডি প্রতিদিন/কেএ