আগামী ১৮ অক্টোবর থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি ইমার্জিং এশিয়া কাপ। আসন্ন এই টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ ‘এ’-দলের নেতৃত্ব দেবেন আকবর আলী।
ইমার্জিং এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের শক্তিশালী স্কোয়াডে তরুণ ক্রিকেটার জিসান আলম, ওয়াসি সিদ্দিকীদেরও রেখেছে বিসিবি। এর বাইরে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন এমন ক্রিকেটাররাই প্রাধান্য পেয়েছেন।
আগামী ১৮ অক্টোবর থেকে ওমানে শুরু হবে এবারের ইমার্জিং এশিয়া কাপ। প্রথম দিনই হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ ইমার্জিং দল। এরপর ২০ অক্টোবর আফগানিস্তান ও ২২ অক্টোবর শ্রীলঙ্কার মুখোমুখি হবে তারা।
ইমার্জিং এশিয়া কাপের বাংলাদেশ দল
আকবর আলী (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, জিসান আলম, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, মাহফুজুর রহমান রাব্বি, রাকিবুল হাসান, আলিস আল ইসলাম, ওয়াসি সিদ্দিকি, আবু হায়দার রনি, রেজাউর রহমান রাজা, রিপন মন্ডল ও মারুফ মৃধা।
রিজার্ভ: জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব ও নাসুম আহমেদ।
বিডি-প্রতিদিন/বাজিত