চীনের জং চিংওয়ানকে হারিয়ে আবারও উহান ওপেন জিতলেন বেলারুশের তারকা আরিনা সাবালেঙ্কা। এ নিয়ে হ্যাটিট্রিক শিরোপা জিতলেন তিনি। ফেভারিট হিসেবে ঘরের মাঠে রবিবারের ফাইনালে নেমেছিলেন চিংওয়ান। কিন্তু প্রথম সেটে পাত্তাই পাননি তিনি, ৩৮ মিনিটে জিতে নেন শীর্ষ বাছাই সাবালেঙ্কা। দ্বিতীয় সেট জিতে ঘুরে দাঁড়ানোর আভাস দিলেও, শেষ পর্যন্ত পেরে ওঠেননি চিংওয়ান।
৬-৩, ৫-৭, ৬-৩ গেমে ম্যাচ জিতে প্রথম খেলোয়াড় হিসেবে টানা তিনবার উহান ওপেন জয়ের কীর্তি গড়েন ২৬ বছর বয়সী সাবালেঙ্কা।
এই টুর্নামেন্টের এককে সবচেয়ে বেশি শিরোপা জয়ের রেকর্ডও নিজের করে নিলেন তিনি, ছাড়িয়ে গেলেন দুইবার জেতা চেক রিপাবলিকের পেত্রা কেভিতোভাকে। ফাইনালে চিংওয়ানকে হারিয়েই বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেন জেতেন সাবালেঙ্কা। পরে তিনি ইউএস ওপেন জিতে নেন যুক্তরাষ্ট্রের জেসিকা পেগুলাকে হারিয়ে।
এবারের অলিম্পিকে সোনা জেতা চিংওয়ানের বিপক্ষে চারবারের দেখায় প্রতিবারই জিতলেন তিনবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী সাবালেঙ্কা। উহানে তিনি জিতলেন টানা ১৭ ম্যাচ, এখানেও ভেঙে দিলেন কেভিতোভার রেকর্ড।
মেয়েদের এককে এক বছরে সাবালেঙ্কার শিরোপা হলো ৪টি।
বিডি প্রতিদিন/মুসা