পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।আগামী মাসে অনুষ্ঠেয় এই সিরিজে দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স ও অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। পিতৃত্বকালীন ছুটিতে থাকায় দলে নেই ট্রাভিস হেড ও মিচেল মার্শ। সিরিজে খেলা হচ্ছে না অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। অস্ত্রোপচারের কারণে লম্বা সময় অজিদের হয়ে মাঠে নামা হবে না এই অলরাউন্ডারের। ক্যারি না থাকায় পাকিস্তান সিরিজে একমাত্র উইকেটরক্ষক ব্যাটার জশ ইংলিশ।
কামিনসের মতো মার্কাস স্টয়নিসও ওয়ানডেতে ফিরেছেন প্রায় এক বছর পর। স্টয়নিস সবশেষ ওয়ানডে খেলেছেন ২০২৩ বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে। জেক ফ্রেজার ম্যাকগার্ক ওয়ানডে দলে ফিরেছেন নয় মাস পর। এ বছরের ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে এই সংস্করণে অভিষেক ম্যাকগার্কের। ওয়ানডেতে কেবল দুই ম্যাচ খেলেছেন তিনি।
পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার ওয়ানডে সিরিজের দল:
প্যাট কামিন্স (অধিনায়ক), ম্যাথু শর্ট, মারনাস লাবুশেন, জেক ফ্রেজার ম্যাকগার্ক, অ্যারন হার্ডি, জশ হ্যাজলউড, জশ ইংলিশ, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, কুপার কনলি, স্টিভ স্মিথ, অ্যাডাম জাম্পা, শন অ্যাবট।
বিডি প্রতিদিন/নাজিম