ফ্রান্সের বিপক্ষে এবারও জয়টা অধরাই থাকলো বেলজিয়ামের। ৪৩ বছরের সেই আক্ষেপ ঘুচাতে পারেনি তারা। নেশনস লিগে উল্টো ১০ জন নিয়েও তাদের ২-১ গোলে হারিয়েছে ফ্রান্স।
ব্রাসেলসে ম্যাচের ৩৫ মিনিটে পেনাল্টি থেকে ফ্রান্সকে এগিয়ে দেন রান্দাল কোলো মুয়ানি। এর আগে অবশ্য পেনাল্টি পেয়েছিল বেলজিয়ামও। কিন্তু স্পটকিক থেকে গোল আদায় করতে পারেননি অধিনায়ক ইউরি তিলেমাস। কিন্তু প্রথমার্ধ শেষ হওয়ার আগেই স্বাগতিকদের সমতায় আনেন লোইস ওপেন্দা।
বিরতির পর অবশ্য ফের এগিয়ে যায় ফ্রান্স। এবারও গোলদাতা কোলো মুয়ানি। ৬২ মিনিটে লুকাস দিগনের অ্যাসিস্ট থেকে হেডে জালের ঠিকানা খুঁজে নেন এই ফরোয়ার্ড। ম্যাচের ৭৬ মিনিটে অরেলিয়ে চুয়ামেনি লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় সফরকারীরা। কিন্তু বাকিটা সময় নির্বিঘ্নেই কাটিয়ে দেয় দিদিয়ের দেশমের দল।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ