বাবা হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের পেসার শরিফুল ইসলাম। জানা গেছে, টাইগার পেসারের ঘর আলোকিত করে এসেছে পুত্র সন্তান। বাবা হওয়ার সুখবর জানিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করেন বাঁহাতি এই পেসার।
ফেসবুক পোস্টে শরিফুল লিখেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। আজকে সকাল ৮:৩৫ মিনিটে আমাকে ছেলে সন্তান দিয়েছেন। মা ও ছেলে সুস্থ আছে। সবাই দোয়া করবেন।’
আসন্ন বিপিএলে চিটাগাং কিংসের হয়ে খেলবেন শরিফুল। ১১ বছর পর বিপিএলে এসেছে ফ্র্যাঞ্চাইজিটি। এই দলে তার সঙ্গে আছেন সাকিব আল হাসান, ইংল্যান্ডের মঈন আলী, শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউসের মতো ক্রিকেটাররা।
কয়েক বছর ধরে জাতীয় দলের হয়ে নিয়মিত খেলছেন শরিফুল ইসলাম। তিন ফরম্যাটের ক্রিকেটেই দেশের হয়ে সমান তালে পারফর্ম করে চলেছেন পঞ্চগড়ের এই পেসার। সবশেষ ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও ছিলেন দলে। তবে বিশ্রামে ছিলেন টেস্ট সিরিজে।
দক্ষিণ আফ্রিকা সিরিজ শুরু হচ্ছে চলতি অক্টোবরে মাসেই। দুই ম্যাচের টেস্ট সিরিজের দলে তার ডাক পাওয়া অনেকটাই নিশ্চিত। এরপরেই বাংলাদেশের সামনে আছে ওয়েস্ট ইন্ডিজ সফর।
বিডি প্রতিদিন/নাজিম