ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে যোগ দিয়েছেন টমাস টুখেল। ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছেন ৫১ বয়সী এই জার্মান কোচ।
এফএ এক বিবৃতিতে জানিয়েছে, আগামী ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে থ্রি লায়ন্সের দায়িত্ব বুঝে নেবেন টুখেল। মাত্র তৃতীয় নন-ব্রিটিশ কোচ হিসেবে ইংল্যান্ডের কোচ হলেন তিনি। এর আগে সভেন-গোরান এরিকসন ও ফ্যাবিও ক্যাপেলোর এই দায়িত্ব সামলেছেন।
২০২৪ ইউরোর ফাইনালে স্পেনের কাছে ইংল্যান্ডের হারের পর পদত্যাগ করেছিলেন ইংল্যান্ডের সে সময়ের কোচ গ্যারেথ সাউথগেট। এরপর থেকে লি কার্সলে অন্তর্বর্তী কোচের দায়িত্ব সামলাচ্ছেন। তার অধীনেই এবারের নেশন্স লিগে খেলছে ইংল্যান্ড। তবে আগামী মাসে গ্রিস ও আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষে কার্সলে বিদায় নেবেন।
ইংল্যান্ডের কোচ হিসেবে দায়িত্ব গ্রহণের আগে টুখেল মাইনজ, বরুসিয়া ডর্টমুন্ড, পিএসজি, চেলসি এবং সর্বশেষ বায়ার্ন মিউনিখে কোচিং করিয়েছেন। ইংল্যান্ড দলে টুখেলের সহকারী কোচ হিসেবে থাকবেন ইংলিশ কোচ অ্যান্থনি ব্যারি।
বিডি প্রতিদিন/মুসা