আচরণবিধি লঙ্ঘনের দায়ে গত মঙ্গলবার চান্ডিকা হাথুরুসিংহেকে জাতীয় দলের প্রধান কোচের পদ থেকে বরখাস্ত করে বিসিবি। তবে লঙ্কান কোচের সঙ্গে বিসিবির চুক্তির মেয়াদ ছিল আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত। এবার তাই সেই চুক্তিও বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে হাথুরুর সঙ্গে চুক্তি বাতিল করার কথা জানিয়েছে বিসিবি। এর আগে ফারুক আহমেদ তাকে ৪৮ ঘণ্টার নোটিশ দেওয়ার কথা জানান।
এই সময়ের পর হাথুরু বরখাস্ত হবেন বলেও জানিয়ে দেওয়া হয়। ৪৮ ঘণ্টা পর তার সঙ্গে চুক্তি বাতিলের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বিসিবি।
মূলত ২০২৩ বিশ্বকাপের সময়ের একটি ঘটনাকে কেন্দ্র করেই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে হাথুরুকে। ৪৮ ঘণ্টা পর বরখাস্ত হয়ে যাবেন তিনি। তাকে বরখাস্ত করার পেছনে অনুমোদন ছাড়াই ছুটিতে যাওয়াকেও কারণ হিসেবে দেখিয়েছেন ফারুক।
হাথুরুকে বরখাস্ত করতে যাওয়ার কারণ জানিয়ে ফারুক বলেছিলেন, ‘দুই-তিনটা ঘটনা ঘটেছে যেগুলো মেনে নেওয়া একজন সাবেক খেলোয়াড় হিসেবে আমার কাছে খুব পীড়াদায়ক ছিল। এটা ভালো উদাহরণ ছিল না আরকি। তাই ওইদিক বিবেচনা করে আমরা আজকে একটা শোকজ নোটিশ দিয়েছি। আপনারা জানেন এই প্রক্রিয়াগুলো খুব একটা সহজ নয়। আইনি দিক থাকে এগুলোর।’
বিডি প্রতিদিন/মুসা