ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়র এসিএল ইনজুরিতে পড়ে এক বছর ধরে মাঠের বাইরে। তবে তার ক্লাব আল হিলালের বিশ্বাস, চলতি মাসেই মাঠে ফিরবেন তিনি। যদিও সেক্ষেত্রে ক্লাবটিকে অপেক্ষা করতে হবে ব্রাজিল দলের চিকিৎসকের অনুমতির জন্য। তার পাশাপাশি আগামী মাসে জাতীয় দলে নেইমার ফিরতে পারবেন কিনা তাও নির্ভর করছে এই সিদ্ধান্তের উপর।
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে নেমে গত বছরের ১৭ অক্টোবর নেইমার অ্যান্টেরিওর ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) চোটে পড়েন। এক বছর পূর্ণ হলেও এখনও মাঠে ফেরা হয়নি তার। তবে নেইমার আছেন পুনর্বাসন প্রক্রিয়ায়। আল-হিলাল সূত্রের বরাতে সংবাদমাধ্যম ইএসপিএন জানিয়েছে, নেইমারের মাঠে ফেরার সম্ভাব্য সময় ২১ অক্টোবর। গত মাস থেকেই দলের সঙ্গে পুরোদমে অনুশীলন করছেন ব্রাজিলের এই তারকা।
গত বছর ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে সৌদি ক্লাব আল হিলালে যোগ দেন নেইমার। সেই সময় ইনজুরির কারণে মাঠে নামতে দেরি হয় তার। তবে আল হিলালের হয়ে অভিষেকের পর মাত্র ৫ ম্যাচ খেলেই আবারও ইনজুরিতে পড়েন ৩২ বছর বয়সি এই তারকা।
এদিকে, ব্রাজিলিয়ান সংবাদমাদ্যম গ্লোবো জানিয়েছে, নেইমারের ফিটনেস ও চোটের সর্বশেষ অবস্থা জানতে সৌদিতে উড়াল দেবেন জাতীয় দলের চিকিৎসক লাসমার। তার অনুমতি পেলে আল-হিলালের চূড়ান্ত স্কোয়াডে অন্তর্ভূক্ত হবেন নেইমার। পরবর্তীতে তাদের ম্যাচ রয়েছে ৪ নভেম্বর। যদিও ১ নভেম্বরই পরবর্তী দুই ম্যাচের জন্য দল ঘোষণার কথা ব্রাজিলের। এক্ষেত্রে প্রধান তারকার জন্য কোচ দরিভাল অপেক্ষা করবেন কি না সেটাই এখন দেখার বিষয়।