আবুধাবি টি-টেন লিগের জন্য আইকন হিসেবে সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছে বাংলা টাইগার্স। এবার আরও এক বাংলাদেশিকে দলে নিয়েছে দলটি। প্রথমবারের মতো টি-টেন খেলতে ডাক পেয়েছেন তাওহীদ হৃদয়।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) প্লেয়ার্স ড্রাফটের ১৮তম রাউন্ড থেকে তাকে দলে টানে বাংলা টাইগার্স। নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে দলটি এই তথ্য নিশ্চিত করেছে।
এই দলে আরও আছেন লিয়াম লিভিংস্টোন, রশিদ খান, ইফতিখার আহমেদ, দীনেশ কার্তিক, জশ লিটল, দাসুন শানাকা, হযরতউল্লাহ জাজাই।
এর আগে বিপিএল ছাড়াও ২০২৩ সালে জাফনা কিংস এবং ২০২৪ সালে ডাম্বুলা সিক্সার্সের জার্সিতে খেলেছিলেন হৃদয়।
উল্লেখ্য, টুর্নামেন্টের খেলা শুরু হবে ২১ নভেম্বর থেকে, শেষ হবে ২ ডিসেম্বর। এবার এ টুর্নামেন্টে দলের সংখ্যা আট থেকে বাড়িয়ে দশটি করা হয়েছে।
বিডি প্রতিদিন/নাজিম