২১ অক্টোবর, ২০১৫ ১৩:১৫

আইটি আউটসোর্সিং শিখে সনদপত্র পেলেন সাংবাদিকরা

অনলাইন ডেস্ক

আইটি আউটসোর্সিং শিখে সনদপত্র পেলেন সাংবাদিকরা

দেশের প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন সংবাদমাধ্যমে কর্মরত সাংবাদিকদের বিনামূল্যে বিশেষ আইটি আউটসোর্সিং কোর্স শেষে সনদপত্র প্রদান করেছে ক্রিয়েটিভ আইটি লিমিটেড। সোমবার ধানমণ্ডিস্থ ক্রিয়েটিভ আইটির প্রধান কার্যালয়ে সনদপত্র বিতরণ করেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের প্রধান নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলাম। এ সময় আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব হারুন-অর-রশিদ, ক্রিয়েটিভ আইটির চেয়ারম্যান মো. মনির হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে জানানো হয়, গত মার্চ মাসে ক্রিয়েটিভ আইটি ঘোষিত সাংবাদিকদের বিনামূল্যে ফ্রিল্যান্সিং কোর্সের জন্য গণমাধ্যম থেকে প্রায় দুই শতাধিক আবেদন আসে। এর মধ্যে বাছাইকৃত ৩০ জন সাংবাদিককে এই প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। প্রশিক্ষণ পরবর্তী সোমবার তাদের হাতে সনদপত্র হস্তান্তর করে প্রতিষ্ঠানটি। সাংবাদিকদের বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মশালায় ব্লগিং, গ্রাফিক্স ডিজাইন, ই-মেইল মার্কেটিং, ভিডিও মার্কেটিং এবং আউটসোর্সিং সম্পর্কে ধারণা দেওয়া হয়। একই অনুষ্ঠানে ১৬ জন প্রতিবন্ধীকে গ্রাফিক্স ডিজাইন শেষে কর্মক্ষেত্রে প্রবেশের জন্য সনদপত্র দেওয়া হয়। এসব প্রতিবন্ধীদেরকেও সামাজিক দায়বদ্ধতার তহবিল (সিএসআর) থেকে বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে নিজেদের প্রতিষ্ঠানেই চাকরি দিয়েছে ক্রিয়েটিভ আইটি। 

 

বিডি-প্রতিদিন/ ২১ অক্টোবর, ২০১৫/ রশিদা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর