২১ অক্টোবর, ২০১৫ ২০:৫৬

ইউটিউবে ভিডিও দেখতে টাকা লাগবে!

অনলাইন ডেস্ক

ইউটিউবে ভিডিও দেখতে টাকা লাগবে!

ভিডিওর জনপ্রিয় মাধ্যম ইউটিউবে ভিডিও দেখতে টাকা লাগবে!  শিগগিরই এমন একটি পরিকল্পনা নিতে চাচ্ছে সবচেয়ে বেশি ভিডিও দর্শক পাওয়া  এই সাইটটি। তবে অবশ্য যা দেখবেন তার জন্যই টাকা গুনতে হবে-ব্যাপারটি এমন নয়। শুধু যারা গুগলের সাবস্ক্রিপশন সার্ভিসের সুবিধা গ্রহণ করে ভিডিও পোস্ট করবে শুধু তাদের জন্য অর্থ খরচ করতে হবে।

 নতুন সার্ভিসে প্রতিমাসে একটি ইউটিউব বান্ডলের জন্য ১০ ডলার করে পরিশোধ করতে হতে পারে। মিডিয়া হাউজগুলোকে একথা জানিয়ে দিয়েছে ইউটিউব। সূত্রমতে, ইউটিউব ইতিমধ্যেই তাদের নতুন সাবস্ক্রিপশন সার্ভিস গ্রহীতাদের জন্য আপকামিং পেইড প্রোগ্রামটি নিয়ে কাজ শুরু করেছে। তবে ইউটিউব তাদের অ্যাড সাপোর্টেড ফ্রি ভার্সনটি কোনোমতেই বন্ধ করবে না। এটা ফ্রিই থাকবে। ফ্রি ভার্সনের ভিডিওগুলো দেখার সময় প্রশ্ন করা হবে কেউ পেইড ভার্সনে যেতে ইচ্ছুক কিনা? ইচ্ছে হলে দেখবে নয়তো না।

 

বিডি-প্রতিদিন/২১ অক্টোবর ২০১৫/শরীফ

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর