২৮ অক্টোবর, ২০১৫ ১৯:৫৮

যুক্তরাষ্ট্র সিনেটে সাইবার নিরাপত্তা বিল পাস

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্র সিনেটে সাইবার নিরাপত্তা বিল পাস

যুক্তরাষ্ট্র পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে সাইবার নিরাপত্তাসংক্রান্ত একটি বিল মঙ্গলবার পাস হয়েছে। সিনেটে পাস হলেও প্রেসিডেন্ট বারাক ওবামার অনুমোদনের জন্য এটি এখন হোয়াইট হাউসে পাঠানো হবে। প্রেসিডেন্টের অনুমোদনের পরই এটি আইনে পরিণত হবে।

বিলটির মাধ্যমে সাইবার হামলার হুমকি অংশীদারিত্বের মাধ্যমে মোকাবেলা করা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে সমালোচকেরা বলছেন, একে কেন্দ্র করে সরকার তার নজরদারি বাড়ানোর সুযোগ পাবে।

মার্কিন প্রশাসনের সমর্থনে পাশ হওয়ার বিলটি নিয়ে তাদের মন্তব্য, সাইবার সিকিউরিটি ইনফরমেশন শেয়ারিং অ্যাক্ট সাইবার হুমকি বিষয়ে সরকারি ও বেসরকারি খাতের মধ্যে তথ্যের আদান প্রদানের সুযোগ উন্মুক্ত করবে।

অাইনটি পাশ হওয়া প্রসঙ্গে সিনেটর রিচার্ড বার বলেন, 'যুগান্তকারী বিলটি বিদেশি হ্যাকারদের দৌরাত্ম থেকে মার্কিন তথ্যকে রক্ষা করবে।' কিন্তু মাইক্রোসফট, টুইটারের মতো বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো বিলটির বিরোধিতা করছে।

বিডি-প্রতিদিন /২৮ অক্টোবর ২০১৫/শরীফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর