৩১ অক্টোবর, ২০১৫ ১০:৩০

ধাক্কাধাক্কি এড়িয়ে এগিয়ে যাবে রোবট

অনলাইন ডেস্ক

ধাক্কাধাক্কি এড়িয়ে এগিয়ে যাবে রোবট

কৃত্রিম মানব রোবট যেন দিন দিন আরো বেশি চালাক ও কৌশলী হয়ে উঠছে। এরই ধারাবাহিকতায় এবার রোবট মানুষের ভিড়ের মধ্য দিয়ে সামনে এগিয়ে যেতে পারবে। সম্প্রতি এমন ধরনের রোবট আবিস্কার করেছেন নরওয়ের একদল বিজ্ঞানী।
গবেষকরদের মত, তাদের আবিষ্কৃত রোবটটি পথেঘাটে মানুষের ভিড়ে সংঘর্ষ এড়িয়ে চলতে পারবে। হালকা ওজনের এই রোবটটি থ্রিডি সেন্সর যুক্ত। গবেষকরা বলছেন নতুন প্রযুক্তির এই্ বুদ্ধিমান রোবটটি মানুষ ও যন্ত্রের মধ্যকার সুন্দর সম্পর্ক তৈরি করবে।

নতুন উদ্ভাবিত এই রোবটগুলো হালকা ওজনের হবে এবং এর রোবটিক আর্মগুলো আরো নিখুঁত হবে যা উৎপাদন প্রক্রিয়ার সঙ্গে সুন্দর সমন্বয় ঘটাতে পারবে।

নরওয়ে ইনস্টিটিউট অব টেকনোলজির (NTH) একটি সেমিনারে দি ফাউন্ডেশন ফর সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (SINTEF) এর গবেষক ম্যারিনি বেকেন বলেন, 'এই নতুন আবিষ্কৃত রোবটগুলো পূর্বের মডেলগুলোর চেয়ে অনেক বেশি হালকা। তারা প্রচুর কাজ করতে পারবে এবং কোনো অস্বাভাকিতা দেখলেই স্বয়ংক্রিয়ভাবে কাজ বন্ধ করে দেবে।'
বিডি-প্রতিদিন/৩১ অক্টোবর ২০১৫/শরীফ

 


এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর