৩ নভেম্বর, ২০১৫ ১৬:২৩

৫ নভেম্বর বাংলাদেশের বাজারে নতুন আইফোন

অনলাইন ডেস্ক

৫ নভেম্বর বাংলাদেশের বাজারে নতুন আইফোন

প্রযুক্তিপ্রেমীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে আইফোন ৬ এস প্লাস। বিশ্বের বিভিন্ন দেশে পদচারণা ঘটছে এই সেটটির। এরই ধারাবাহিকতায় এবার বাংলাদেশের বাজারেও দেখা যাবে ৬ এস প্লাস। আগামী ৫ নভেম্বর আইফোন সিক্স এস ও সিক্স এস প্লাস বাংলাদেশের বাজারে অবমুক্ত করছে দেশের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স। কম্পিউটার সোর্সের অ্যাপল অনুমোদিত শাখায় যোগাযোগ করে আগাম চাহিদা জানানো যাবে। এছাড়া অনলাইনে কম্পিউটার সোর্স-এর ফেসবুক পেজে ইনবক্স করে অভিজাত এই স্মার্টফোনের ফিচার, বুকিং এবং বিক্রয়োত্তর সেবা বিষয়ে জানা যাবে। 

এ বিষয়ে কম্পিউটার সোর্স পরিচালক আসিফ মাহমুদ জানান, স্মার্টফোনে আভিজাত্য বলতেই বোঝায় আইফোন। এই পরিবারের সর্বশেষ সংযোজন আইফোন সিক্স এস এবং সিক্স এস প্লাস। অনন্য বৈশিষ্টের এই স্মার্টফোনটির অবমুক্তি উপলক্ষ্যে আইফোন সিক্স এস ও সিক্স এস প্লাস ক্রয়ে আমরা দিচ্ছি ৬ মাসের সুদবিহীন কিস্তি (ইএমআই) সুবিধা। আর ৫ নভেম্বর পর্যন্ত যারা বুকিং দেবেন তাদের জন্য উপহার হিসেবে থাকছে অ্যাপলের অরিজিনাল লেদার কেইস।     


বিডি-প্রতিদিন/ ০৩ নভেম্বর, ২০১৫/ রশিদা

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর