৪ নভেম্বর, ২০১৫ ১০:২৯

একটানা ৭ বছর চলবে ব্যাটারি!

অনলাইন ডেস্ক

একটানা ৭ বছর চলবে ব্যাটারি!

টিভি, মোবাইল ট্যাবলেটের পর এবার সামান্য পেনসিল ব্যাটারিতে চমক দিতে চলেছে চীনা কোম্পানি শিয়াওমি। শুধু চমক বললে, ভুল হবে। কারণ শিয়াওমির দাবি যদি সত্যি বলে ধরে নেওয়া যায়, তা হলে সন্দেহাতীত ভাবেই পেনসিল ব্যাটারির দুনিয়ায় বিপ্লব আনতে চলেছে চীনের এই বাণিজ্যিক সংস্থাটি।

চীনের এই কোম্পানিটি সদ্য বাজারে নিয়ে এসেছে এএ-সাইজ রিচার্জএবল ব্যাটারি। আপনার কাছে অবিশ্বাস্য মনে হলেও, এই ব্যাটারির আয়ু ৭ বছর। আর দাম? সাধ্যের মধ্যেই। বাংলাদেশি মুদ্রায় মাত্র ১৩০ টাকা। তবে, এখনও শুধু চীনের বাজারেই পাওয়া যাচ্ছে এই পেনসিল ব্যাটারি। বাংলাদেশি বাজারে কবে নাগাদ আসবে, তা যদিও এখনও জানা যায়নি।

শিয়াওমি জানিয়েছে, বাইরে থেকে দেখে তাদের এই ব্যাটারির পার্থক্য বোঝা না গেলেও, ভিতরে রয়েছে জাপানের ম্যাক্সেলের তৈরি উচ্চমানের কার্বন দণ্ড। এনার্জি যাতে বাজেভাবে নষ্ট না হয়, নির্মাণের সময় সেদিকেও লক্ষ্য রাখা হয়েছে। যার জন্য এই ব্যাটারির আয়ু এত বেশি।

বিডি-প্রতিদিন/০৪ নভেম্বর, ২০১৫/মাহবুব

 

 

 

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর