২২ নভেম্বর, ২০১৫ ১৩:২৮

আইফোন ৭'র সম্ভাব্য ফিচার

অনলাইন ডেস্ক

আইফোন ৭'র সম্ভাব্য ফিচার

বেশ কিছুদিন হলো অ্যাপল তাদের নতুন দুটি স্মার্টফোন ৬-এস ও ৬-এস প্লাস বাজারে ছেড়েছে। এ দুটি ব্যাপক গ্রাহকপ্রিয়তা পেয়েছে। আইফোন ৬ হচ্ছে ৪.৭ ইঞ্চির ও ৬ প্লাস ৫.৫ ইঞ্চির। এরই ধারাবাহিকতায় নতুন বছরে আইফোন ৭ আনতে যাচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল।

আইফোন ৭ এ কি থাকছে তা নিয়ে ইতোমধ্যে জোরালো আলোচনা শুরু হয়ে গেছে।

বিশ্লেষকদের মত, নতুন ডিজাইনের সঙ্গে স্বাভাবিক হোম বাটনের পরিবর্তে থ্রিডি টাচ স্ক্রিন নিয়ে আসছে আইফোন ৭। এর ডিজাইন হবে আইফোন ৬ প্লাস ও ৬ থেকে সম্পূর্ণ আলাদা। এটির ব্যাটারির স্থায়িত্বও হবে দ্বিগুণ। থ্রিডি টাচ স্ক্রিনের আইফোন সেভেন হবে খুবই পাতলা। যাকে বলা যায় 'সুপারথিন'। কবে নাগাদ নতুন স্মার্টফোনটি বাজারে আসবে তা জানা যায়নি।
বিডি-প্রতিদিন/২২ নভেম্বর ২০১৫/শরীফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর