২৪ নভেম্বর, ২০১৫ ১৬:৩৯

দেড় কোটি টাকায় কেনা যাবে বিমান!

অনলাইন ডেস্ক

দেড় কোটি টাকায় কেনা যাবে বিমান!

অসম্ভবকে সম্ভব করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের জাতীয় বিমান কর্তৃপক্ষ ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। প্রতিষ্ঠানটি মাত্র ১ লাখ ৮৯ হাজার ডলারে বিমান বিক্রি করতে শুরু করেছে। বাংলাদেশি মুদ্রায় এর মূল্য ১ কোটি ৪৮ লাখ ৫০ হাজার ৯৫১ টাকা।

প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু হয় ২০০৪ সালে। তবে তখন বিমানের মূল্য সাধারণের নাগালের মধ্যে ছিল না। এবারই প্রথম তারা সাধারণের নাগালের মধ্যে নিয়ে এলো ব্যক্তিগত বিমানের মূল্য।

কর্তৃপক্ষ বিমানটির বিশেষত্বের কথা তুলে ধরতে গিয়ে জানায়, বিমানটি বাড়ির গ্যারেজেই রাখা যাবে। আকাশে উড়ার পাশাপাশি চলবে পানিতেও। স্বামী-স্ত্রী ও এক বাচ্চাকে নিয়ে উড়া যাবে আকাশে। বিমানে ৬৮৬ কেজি ওজনের মালামাল বহন করা যাবে। আকাশে ওড়ার জন্য সামনে ফাঁকা জমি লাগবে মাত্র ৭১০ ফুট। আর পানি থেকে উড়ার জন্য দরকার হবে ৯২০ ফুট। পরবর্তীতে এর দাম আরও কমবে বলেও জানায় প্রতিষ্ঠানটি।

 

বিডি-প্রতিদিন/ ২৪ নভেম্বর, ২০১৫/ রশিদা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর