২৪ ডিসেম্বর, ২০১৫ ১০:৪৩

ফের সেরা অ্যাপ 'ফেসবুক'

অনলাইন ডেস্ক

ফের সেরা অ্যাপ 'ফেসবুক'

গত বছরের মতো ২০১৫ সালেও সেরা অ্যাপের স্বীকৃতি পেয়েছে সামাজিক যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম ফেসবুক। নেইলসেন প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

ফেসবুকের প্রতি সাধারণ ব্যবহারকারীদের পাশাপাশি পৃথিবীর বিভিন্ন দেশের সরকারেরও নজর বাড়ছে। বিদ্রোহ, সহিংসতা ইত্যাদির আশঙ্কায় অনেক দেশে ফেসবুক বন্ধও করে দেওয়া হয়েছে। ওই প্রতিবেদন অনুযায়ী, সারা বিশ্বে ১২৬ মিলিয়ন মানুষ প্রতিমাসে ফেসবুক ব্যবহার করে থাকে। সংখ্যাটা হয়তো আরও বেশি হতে পারে এবং তা প্রতিনিয়ত বেড়েই চলছে। ফেসবুকের অ্যান্ড্রয়েড ভার্সনটি ৫০০ মিলিয়নের অধিকবার ডাউনলোড করা হয়েছে। তাই সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুকই বিদায়ী ২০১৫ সালের অ্যাপ তালিকার শীর্ষে।

নেইলসেন তালিকার শীর্ষ দশে অবশ্য গুগলের দখল বেশি। গুগল ম্যাপস, ইউটিউব এবং জিমেইলের মোবাইল অ্যাপগুলি এতে স্থান করে নিয়েছে। এদের মধ্যে ইউটিউব দ্বিতীয় সর্বোচ্চ ব্যবহারকৃত অ্যাপের মুকুট অর্জন করেছে। ইউটিউব ব্যবহারকারীর সংখ্যা ৯৭ মিলিয়নেরও বেশি। আর ৫৫ মিলিয়ন ব্যবহারকারী নিয়ে জনপ্রিয়তার আট নম্বরে স্থান পেয়েছে ফেসবুকের ছবি শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রাম।

বিডি-প্রতিদিন/২৪ ডিসেম্বর ২০১৫/শরীফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর