শিরোনাম
২ জানুয়ারি, ২০১৬ ০৮:৫০

গুগলের নতুন 'ডুডল'

অনলাইন ডেস্ক

গুগলের নতুন 'ডুডল'

নতুন বছরে গুগল অনেক 'সারপ্রাইজ' নিয়ে এল তাদের নতুন ডুডলে। প্রায় দেড় দশক ধরে বিশেষ বিশেষ দিনকে স্মরণীয় করে রাখতে গুগল এই ডুডল শুরু করে। এই ইংরেজি নববর্ষেও তার অন্যথা হয়নি।

ডুডলটিতে দেখা যাচ্ছে, পাঁচটি নানা রঙের, নানা আকারের পাখি একটি গাছের ডালে বসে রয়েছে। দেখে গুগল লেখাটি মনে করাবে। এদের মাঝেই একটি আস্ত ডিম রয়েছে। সারপ্রাইজ সেখানেই। প্রত্যেকবার ক্লিক করলে তা ফুটে বিভিন্ন প্রাণী দেখা যাবে। সব ক'টি প্রাণী যাকে বলে উভচর। ক্লিক করলে দেখতে পাবেন, ডিম ফুটে কখনও বেরচ্ছে একটি কুমির, কখনও বা হাঁস আবার কখনও একগুচ্ছ কচ্ছপ।

প্রত্যেকবার ক্লিক করলে প্রাণীরা পাল্টে যাচ্ছে। পাশে বসে থাকা পাখিরা তখন সচল হয়ে উঠছে। সকলেই নাচছে। কেউ বাঁশি বাজাচ্ছে, কেউ মুঠো মুঠো অভ্র ছড়িয়ে দিচ্ছে। এ ভাবেই বর্ষবরণ করছে তারা। সঙ্গে আমরাও। সেই ২০০০ সাল থেকে বছরের বিশেষ বিশেষ দিনে ডুডল উপহার দিয়ে আসছে গুগল। গত কাল পর্যন্ত স্রেফ পাখিদেরই দেখা যাচ্ছিল। তবে রাত ১২টার পর থেকেই ডুডলটি সচল হয়েছে। সূত্র: এই সময়

বিডি-প্রতিদিন/২ জানুয়ারি ২০১৬/শরীফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর