২১ জানুয়ারি, ২০১৬ ১২:৪০

সোশ্যাল মিডিয়ায় আর হবে না লোকেশান পোস্ট

অনলাইন ডেস্ক

সোশ্যাল মিডিয়ায় আর হবে না লোকেশান পোস্ট

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক, টুইটার এবং হোয়াটস অ্যাপে ছবি পোস্ট করার সময় লোকেশনও পোস্ট করা যায়। ফেসবুকের ক্ষেত্রে দেখা যায় স্ট্যাটাস দেওয়ার সময় লোকেশন না দিলেও জিপিআরএসের মাধ্যমে লোকেশন দেখায়। কিন্তু এখন থেকে আর সেটি আর হবে না।

সম্প্রতি গবেষকরা নতুন একটি অ্যাপ তৈরি করেছেন যার মাধ্যমে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট থেকে কোনো ব্যক্তির লোকেশন জানা সম্ভব হবে না। নিরাপত্তার জন্যই এই অ্যাপটি বানানো হয়েছে বলে জানা গিয়েছে।

লোকেশন স্ট্যাটাসের মাধ্যমে উপস্থিতির জানান দিলে কখনো কখনো তা বিপদের কারণ হয়েও দাঁড়ায়। জিপিআরএস অন করা থাকলেও যাতে লোকেশন না দেখা যায় তার জন্যই তৈরি করা হচ্ছে এই অ্যাপ। এই বছরের মধ্যেই অ্যাপটি বাজারে আসার সম্ভবনা রয়েছে।

 

বিডি-প্রতিদিন/ ২১ জানুয়ারি, ২০১৬/ রশিদা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর