২২ জানুয়ারি, ২০১৬ ১০:৩৪

গুগল প্লে স্টোরে 'বাংলা প্রবাদ' অ্যাপ

অনলাইন ডেস্ক

গুগল প্লে স্টোরে 'বাংলা প্রবাদ' অ্যাপ

প্রবাদ কিংবা এর ইংরেজি অনুবাদ মুখস্ত রাখার দিন বুুঝি ফুরিয়ে এলো! এ লক্ষ্যে একটি নতুন ফিচার যুক্ত হয়েছে গুগল অ্যাপ স্টোরে। স্মার্টফোনে ইনস্টল করা থাকলে প্রয়োজনের সময় প্রয়োজনীয় প্রবাদ পেতে সাহায্য করবে অ্যাপটি। সেইসঙ্গে পাওয়া যাবে প্রবাদগুলোর ইংরেজি অনুবাদও। অ্যাপটির নামকরণ করা হয়েছে, 'বাংলা প্রবাদ'।
অ্যাপটিতে যা যা রয়েছে:

১. অক্ষরের ক্রমানুসারে আছে প্রবাদ প্রবচন। একইসঙ্গে সেগুলোর অনুবাদও সংযুক্ত করা হয়েছে। একইসঙ্গে প্রবাদের বাংলা ও ইংরেজি উভয় ফরম্যাট দেখা যাবে।

২. পছন্দের প্রবাদগুলো সংরক্ষণ সুবিধা রয়েছে এতে। ফলে প্রয়োজনে প্রবচনটি সহজে খুঁজে পাওয়া যাবে।

৩. অফলাইনেও কাজ করবে বাংলা প্রবাদ অ্যাপ। ফলে একবার ডাউনলোড ও ইন্সটল করার পর এটির ব্যবহারের জন্য ইন্টারনেট সংযোগের প্রয়োজন হবে না।

৪. অ্যাপটি থেকে যেকোনো প্রবাদ প্রবচন সহজেই শেয়ার করা যাবে ফেইসবুক, টুইটারসহ যেকোনো অনলাইন সামাজিক যোগাযোগমাধ্যমে। এমনকি ব্লুটুথ দিয়েও এগুলো শেয়ার করা যাবে।

গুগল প্লে ওয়েবসাইট থেকে অ্যাপটি বিনামূল্যে ডাউনলোড, ইনস্টল এবং ব্যবহার করা যাবে।

বিডি-প্রতিদিন/২২ জানুয়ারি ২০১৬/শরীফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর