২৩ জানুয়ারি, ২০১৬ ১২:৪৩

সাইবার স্টকিং কী?

অনলাইন ডেস্ক

সাইবার স্টকিং কী?

ব্যস্ত সময়ে ভার্চুয়াল সম্পর্কই এখন যোগাযোগের অন্যতম সেতু। ফেসবুকসহ বিভিন্ন সোস্যাল নেটওয়ার্কে বাড়ছে বন্ধুর সংখ্যা। ফলে বাড়ছে বিপদও। ফেসবুককে কাজে লাগিয়েই  আপনার ওপর গোপন নজরদারি চালানোর প্রযুক্তি বের করে ফেলেছে আপনারই অচেনা বন্ধুটি।  ফেসবুকে নজরদারি চালানোর এই ঘটনাই সাইবার বিশেষজ্ঞদের মতে 'সাইবার স্টকিং'।

সাইবার বিশেষজ্ঞদের মত, নয়া প্রযুক্তি কাজে লাগিয়ে যে কারো পিছু নিতে পারে ফেসবুক হ্যাকাররা। তাই ফেসবুকে ভিউ টু অল অপশন অবিলম্বে বন্ধ করুন।  তাই চোখ কান খোলা রাখুন। অপরিচিত কেউ ফ্রেন্ডশিপ রিকোয়েস্ট পাঠালেই অ্যকসেপ্ট করে নেবেন না। সতর্ক থাকুন সাইবার স্টকিংয়ে।


বিডি-প্রতিদিন/২৩ জানুয়ারি ২০১৬/শরীফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর