৫ ফেব্রুয়ারি, ২০১৬ ১০:৪৪

ফেসবুক বন্ধু তালিকার 'আপডেট অ্যাপ'

অনলাইন ডেস্ক

ফেসবুক বন্ধু তালিকার 'আপডেট অ্যাপ'

ফেসবুকে কাউকে ‘আনফ্রেন্ড’ করা হয়েছে কিনা তা সহজে জানা যেত না। অার এই কাজটিই সহজ করতে এবার বিশেষ একটি অ্যাপ আনা হয়েছে।
 
'হু ডিলিটেড মি অন ফেসসবুক' নামের অ্যাপটি আইওএস ডিভাইস ব্যবহারকারীদের বন্ধু তালিকা চেক করে দেখার সুবিধা দেবে।
 
দ্যা নেক্সট ওয়েবের এক খবরে একথা জানানো হয়। খবরে বলা হয়, কেউ ‘আনফ্রেন্ড’ করলো কিনা এটা সব ব্যবহারকারী জানতে চায়। কিন্তু তা জানাটা খুব সহজ না। এ জন্য বন্ধু তালিকা ঘেঁটে দেখতে হয়। কিন্তু এতেও অল্প পরিচিত কোনো বন্ধু তার তালিকা থেকে ফেলে দিলে তা আর জানা হয়ে উঠে না।
 
খবরে আরো বলা হয়েছে, কে বা কারা বন্ধু তালিকায় আছে, কে বা কারা আনফ্রেন্ড করে দিলো, কে বা কারা ডি-অ্যাক্টিভেট থাকার পর আবার অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করলো -এসব প্রশ্নের উত্তর দেবে অ্যাপটি। অ্যাপটি ব্যবহারকারীকে তার ফেসবুক বন্ধু তালিকা সম্পর্কে সব সময় আপডেট রাখবে।
 
তবে এটি ফেসবুকের নিজস্ব কোনো অ্যাপ না। এটি অনেকটা টুইটার অ্যাপ ‘হু আন-ফলোয়ড মি’র মতো।

বিডি-প্রতিদিন/৫ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর