১০ ফেব্রুয়ারি, ২০১৬ ১০:০৫

সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া সিইও পিচাই

অনলাইন ডেস্ক

সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া সিইও পিচাই

বিশ্বে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হয়েছেন ভারতীয় সুন্দর সুন্দর পিচাই। প্রযুক্তি জায়ান্ট গুগল ১৯ কোটি ৯০ লাখ ডলারের শেয়ার প্যাকেজ হস্তান্তর করেছে তাকে। এর মাধ্যমে ভারতীয় বংশোদ্ভুত এই নাগরিক যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত সিইও নির্বাচিত হলেন।

খবরে বলা হয়, গত ৩ ফেব্রুয়ারি প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেট সুন্দর পিচাইকে ২ লাখ ৭৩ হাজার ৩২৮ শেয়ার প্রদান করে। বাজারে যার মূল্য ১৯ কোটি ৯০ লাখ ডলার।

খবরে আরও বলা হয়, সুন্দর পিচাই গুগলে কর্মরত থাকলে ২০১৯ সাল পর্যন্ত এ থেকে প্রতি বছরই প্রান্তিকগত ইনক্রিমেন্ট প্রাপ্ত হবেন।

উল্লেখ্য, নতুন প্রতিষ্ঠান ‘অ্যালফাবেট’ প্রতিষ্ঠা করেন গুগলের দুই কর্ণধার ল্যারি পেজ ও সের্গেই ব্রিন। সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেজের ডেপুটি ছিলেন সুন্দর পিচাই। গুগলকে অ্যালফাবেটের আওতায় নেওয়ার পর সিইও হিসেবে নিয়োগ দেওয়া হয় তাকে। দায়িত্ব গ্রহণের পর কোম্পানির পক্ষ থেকে এটাই তার সর্বোচ্চ প্রাপ্তি। খবর বিবিসির


বিডি-প্রতিদিন/১০ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর