১২ ফেব্রুয়ারি, ২০১৬ ১০:৩৫

আসছে 'গিয়ার ৩৬০' ক্যামেরা

অনলাইন ডেস্ক

আসছে 'গিয়ার ৩৬০' ক্যামেরা

গ্যালাক্সি এস৭ স্মার্টফোনের সঙ্গে চলতি মাসেই 'গিয়ার ৩৬০' নামের রেডিয়ান ক্যামেরা বাজারে অানছে স্যামসাং। অাগামী ২১ ফেব্রুয়ারি-ই এই ক্যামেরা পাওয়া যাবে বলে কোম্পানির একটি সূত্র জানায়। খবর  ম্যাশবলের

ইতোমধ্যেই স্যামসাংয়ের তরফ থেকে ক্যামেরাটি বাজারে নিয়ে আসার লক্ষ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে।

ক্যমেরায় ৩৬০ ডিগ্রি ভিডিও ও ছবি তোলা যাবে। ভিডিও ও ছবি দেখা যাবে গিয়ার ভিআর হেডসেটে। নতুন ক্যামেরাটি দিয়ে ৩৬০ ডিগ্রি ফুটেজ নেওয়া যাবে। অনেকগুলো ফিশআই লেন্সের মাধ্যমে কাজ করে এই ডিস্ক আকৃতির ক্যামেরা। আলাদাভাবে ভিডিওগুলোকে এক সঙ্গে জুড়ে দিয়ে ৩৬০ ডিগ্রির একটি পূর্ণাঙ্গ ইমেজ তৈরি করে এটি।

গ্যালাক্সি এস ৭ এর সঙ্গে ‘গিয়ার ৩৬০’ ব্লুটুথ সংযোগের মাধ্যমে চালানো যাবে। এর ফলে ‘গিয়ার ৩৬০’ দিয়ে নেওয়া ভিডিও সরাসরি স্ট্রিমিং করা যেতে পারে গ্যালাক্সি এস৭-এ। ক্যামেরাটির নিজস্ব পাওয়ার সাপ্লাই থাকায় তারবিহীনভাবে এটি চালানো যাবে।
বিডি-প্রতিদিন/১১ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর