২৯ এপ্রিল, ২০১৬ ১৫:১৮

'ফেসবুক শিক্ষার্জনকে আরো সহজ করতে পারে'

অনলাইন ডেস্ক

'ফেসবুক শিক্ষার্জনকে আরো সহজ করতে পারে'

ফেসবুক শুধু সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবেই নয়, বরং এটা শিক্ষা অর্জনের ক্ষেত্রেও ভূমিকা রাখে বলে নতুন এক গবেষণায় বলা হয়েছে। এজন্য ফেসবুকে অনলাইন কোর্স চালু করতে ডেভেলপারদের প্রতি আহ্ববান জানিয়েছেন বিশেষজ্ঞরা। এতে করে শিক্ষার্থীরা পড়ালেখায় আরো আগ্রহী হবে বলে তাদের মত।

যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া স্টেট ইউনিভার্সিটি গবেষণাটি পরিচালনা করে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সাবেক ডক্টোরাল সাইজিং ঝেং জানান, বর্তমানের ওপেন কোর্স প্লাটফর্ম শিক্ষার্থীদের একত্রীভূত করতে পারেনি। শিক্ষার্থীদের মাঝে যোগাযোগ সৃষ্টিও হয়নি। তা ছাড়া শিক্ষক ও শিক্ষার্থীদের যোগাযোগ অত্যন্ত জরুরি বিষয়। এ কাজগুলো সুষ্ঠুভাবে করতে ভূমিকা রাখতে পারে ফেসবুকসহ অন্যান্য সামাজিক মাধ্যম।

মাইক্রোসফটের গবেষক ও বিজ্ঞানী ঝেং আরো জানান, ওপেন কোর্সকে আরো জনপ্রিয় করা যায় সামাজিক মাধ্যমে। ফেসবুকে গ্রুপের মাধ্যমে কাজটি আরো বেশি উপভোগ্য হত পারে। বিশেষ করে ফেসবুক অনেকেই ভুয়া নামে অ্যাকাউন্ট খুলে থাকেন। শিক্ষার্থীরা তাদের আসল নামে গ্রুপ খুলে শিক্ষার উপাদানগুলো আদান-প্রদান করলে তাদের বিশেষ কমিউনিটি গড়ে উঠতে পারে। এ ছাড়া আরো বেশি শিক্ষকদের কাছাকাছি হতে পারেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের গ্রুপের সদস্যরা দেখা করেও লেখাপড়ার করতে পারেন।

গবেষণাপত্রটি ব্রিটেনের ইউনিভার্সিটি অব এডিনবার্গের এসিএম কনফারেন্সে তুলে ধরা হয়। সূত্র : হিন্দুস্তান টাইমস

বিডি-প্রতিদিন/২৯ এপ্রিল ২০১৬/শরীফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর