৪ মে, ২০১৬ ১৬:২৯

বিশ্বের সবথেকে ছোট অ্যানড্রোয়েড ফোন! (ভিডিও)

অনলাইন ডেস্ক

বিশ্বের সবথেকে ছোট অ্যানড্রোয়েড ফোন! (ভিডিও)

দুনিয়া জুড়ে এখন বড় স্ক্রিনের স্মার্ট ফোনের দাপাদাপি। সেই সঙ্গে স্টোরেজ ক্যাপাসিটিও বড়। কিন্তু, অধিকাংশ সময় এতবড় স্মার্ট ফোন নিয়ে চলাফেরা করা কঠিন। তাই এবার বানানো হয়েছে সবথেকে ছোট স্মার্টফোন।

এ ফোনের স্ক্রিনের সাইজ মাত্র আড়াই ইঞ্জি। স্টোরেজের সুবিধা ৪ জিবি। র‌্যাম ৫১২ এমবি-র। ডুয়াল কোর প্রসেসর। ২ মেগাপিক্সেলের ক্যামেরা। আর আছে অ্যানড্রয়েড ৪.৪ কিটক্যাট ভার্সন। 

‘পোশ মোবাইল’ নামে একটি সংস্থা মাইক্রো এক্স এস ২৪০ নামে বিশ্বের সবচেয়ে ছোট এই অ্যানড্রয়েড ফোন বাজারে এনেছে। খুব শিগগিরি তা গ্রাহকদের হাতেও পৌঁছে যাবে। 

 

বিডি-প্রতিদিন/ ০৪ মে, ২০১৬/ হিমেল-২৩

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর