২৪ মে, ২০১৬ ১২:০৬

গেমারদের জন্য ইউটিউব আনছে নতুন চমক

অনলাইন ডেস্ক

গেমারদের জন্য ইউটিউব আনছে নতুন চমক

গেমারদের জন্য নতুন চমক নিয়ে আসছে ইউটিউব। গেমিংয়ের জন্য আলাদা সাইট ও অ্যাপ চালু করবে ইউটিউব। সম্প্রতি ইউটিউবের পক্ষ থেকে এই ঘোষণা দেয়া হয়েছে। 

অ্যামাজনের মালিকানাধীন স্ট্রিমিং সার্ভিস টুইচের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে ইউটিউব 'গেমিং সাইট' চালু করতে যাচ্ছে। বিবিসি জানায়, ইউটিউব গেমিংয়ের মাধ্যমে টুইচ ভক্তদের একটি বড় অংশকে আকৃষ্ট করার পরিকল্পনা করছে গুগল। গুগল জানিয়েছে, ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে এই বছরে এই পরিসেবা চালু করা হবে। ইউটিউব গেমিংয়ে গেম ও গেমার উভয়ের জন্য থাকবে আলাদা প্রোফাইল।

ইউটিউব গেইমিং -এর পণ্য ব্যবস্থাপক অ্যালান জয়েস এক ব্লগ পোস্টে বলেন, ইউটিউবে ভিডিওর পুরোপুরি নতুন একটি ধারা সৃষ্টি করবে গেমিং। এবার আমাদের পালা গেমারদের জন্য নতুন কিছু তৈরি করার।

গেমিং বিষয়ক ভিডিওগুলোর আলাদা কদর রয়েছে ফেসবুকে। কোন গেম কীভাবে খেলতে হবে তার বিশ্লেষণ থেকে শুরু করে গেম কেন্দ্রিক মিউজিক ভিডিওগুলোর রয়েছে আলাদা জনপ্রিয়তা। এক পেজে ২৫ হাজার গেমিং পোর্টালের তথ্য সমন্বয় করবে ইউটিউব গেমিং।


বিডি প্রতিদিন/ ২৪ মে ২০১৬/ হিমেল-১২

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর