২৫ মে, ২০১৬ ০৯:১৭

ফের আসছে ফ্লিপ ফোন

অনলাইন ডেস্ক

ফের আসছে ফ্লিপ ফোন

একটা সময় ছিল যখন মোবাইল ফোনের বাজার একাই জমিয়ে দিয়েছিল মোটোরোলার ফ্লিপ ফোন। ১৯৯৬ সালে মোটোরোলা বাজারে এনেছিল রার্জ ভি ৩ আই, মোটো পেবলের মতো হ্যান্ডসেট। যা এক ধাক্কায় পেছনে ফেলে দিয়েছিল ওই সময়ের বহু ক্যামেরাযুক্ত মোবাইলকেও। এর বাজার এতই চড়া ছিল যে ২০০৪ সালে মোটো বাজারে নিয়ে এসেছিল রার্জ ভি ৩ নামের একটি মডেল। যার মূল্য তখনই ছিল ৩১ হাজার টাকা।

মনে হতে পারে কেন বলছি একথা? আসলে অতি সম্প্রতি সামনে এসেছে এমন একটি ভিডিও যা ইঙ্গিত করছে সম্ভবত আবার ফিরে আসতে চলেছে মোটোরোলার সেই ফ্লিপ ফোন। মোটোর বর্তমান মালিক সংস্থা লেনোভো হয়ত বাজারে আনতে চলেছে মোটো রার্জ মডেলটিকে।

মোটোরোলা ছাড়াও স্যামসাংও বাজারে আনছে তাদের ফ্লিপ ফোন ডব্লু২০১৬। যাতে রয়েছে অ্যানড্রয়েড ভারসন, টাচ স্ক্রিন, তিন জিবি ব়্যাম ও ১৬ মেগাপিক্সেল ক্যামেরা। তবে মোটো রার্জের অ্যানড্রয়েড ভারসানে কি কি প্রযুক্তি থাকবে তা এখনও জানা যায়নি। এর জন্য অপেক্ষা করতে হবে ২০১৬ সালের ৯ জুন পর্যন্ত।

 

বিডি প্রতিদিন/ ২৫ মে ২০১৬/ হিমেল-০৬

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর