৩১ মে, ২০১৬ ২৩:৩৩

ভুয়া ফেসবুক আইডি বন্ধে মতিয়ার জিডি

অনলাইন ডেস্ক

ভুয়া ফেসবুক আইডি বন্ধে মতিয়ার জিডি

মতিয়া চৌধুরী (ফাইল ছবি)

বেআইনিভাবে একাধিক ভুয়া ফেসবুক আইডি পরিচালনা নিয়ে থানা-পুলিশে অভিযোগ করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। এ ব্যাপারে সাধারণ ডায়েরি (জিডি) করে ব্যবস্থা নিতে বিটিআরসির চেয়ারম্যানকেও অবহিত করেছেন মন্ত্রী।

কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা বিবেকানন্দ রায় স্বাক্ষরিত বিবৃতিতে মঙ্গলবার জানানো হয়, ''কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এমপি কোনো ফেসবুক আইডি পরিচালনা করেন না এবং ভবিষ্যতেও ফেসবুক পরিচালনা করার অভিপ্রায় নেই, বলে জানিয়েছেন।''

বিবৃতিতে বলা হয়, ''সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর নামে কে বা কারা বেআইনিভাবে ফেইক ফেসবুক পরিচালনা করছে। যার পরিপ্রেক্ষিতে এই সংক্রান্ত বিষয়ে বিটিআরসির চেয়ারম্যানকে অবহিত করা হয়েছে এবং রমনা মডেল থানায় একটি জিডি করা হয়েছে।''

''ইতিপূর্বে কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মতিয়া চৌধুরীর নামে ফেইক ফেসবুক আইডি এবং ই-মেইল আইডি খুলে বেআইনিভাবে কার্যক্রম পরিচালনা করা হয়েছিল। এ বিষয়ে সংশ্লিষ্টদের অবগত করা হলে সেটির কার্যক্রম বন্ধ করা হয়েছিল। কিন্তু বর্তমানে মন্ত্রীর নামে আরও নতুন দু'টি ফেইক ফেসবুক আইডি খুলে বেআইনিভাবে কার্যক্রম পরিচালনা করা হয়ে আসছে মর্মে মন্ত্রীর দৃষ্টিগোচর হয়েছে, যার সঙ্গে মন্ত্রীর কোনো সংশ্লিষ্টতা নেই।''

''এমতাবস্থায়, কৃষিমন্ত্রীর নামে পরিচালিত উল্লেখিত ফেইক ফেসবুক আইডি দুইটির কার্যক্রম অনতিবিলম্বে বন্ধকরণ এবং যদি মন্ত্রীর নামে অন্য কোনো ফেইক ফেসবুক আইডি থাকে সেগুলো বন্ধ করাসহ ভবিষ্যতে যেন মন্ত্রীর নামে এ ধরনের ফেইক ফেসবুক আইডির কার্যক্রম পরিচালনা কেউ না করতে পারে সে বিষয়ে ব্যবস্থা গ্রহণসহ সংশ্লিষ্ট বিষয়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রমনা মডেল থানায় সোমবার (৩০ মে) জিডি (২১৪৮) দায়ের করা হয়। এ বিষয়ে বিটিআরসিসহ সংশ্লিষ্ট সকলকে অবগত করা হয়েছে।''

বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর