২৩ জুন, ২০১৬ ১৩:০৪

মেসেঞ্জারে 'লুকানো' ফুটবল গেম আনল ফেসবুক

অনলাইন ডেস্ক

মেসেঞ্জারে 'লুকানো' ফুটবল গেম আনল ফেসবুক

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশীপ আর কোপা আমেরিকা ফুটবল প্রতিযোগিতার প্রতীক রূপে বিশ্বব্যাপী আইওএস আর অ্যান্ড্রয়েডের মোবাইল মেসেঞ্জার অ্যাপের জন্য ছাড়া হয়েছে আনন্দদায়ক ফুটবল গেম। এর আগে একই রকম একটি বাস্কেটবল গেম এনেছিল বিশ্বের সবচেয়ে বড় এই সাইটটি। ওই গেম তিন মাসের মধ্যে একশ’ কোটিবারেরও বেশি খেলা হয়।

ফেসবুকের মেসেঞ্জার বিভাগের প্রধান ডেভিড মার্কাস জানিয়েছেন, ''মার্চ ম্যাডনেস আর এনবিএ সেশনের জন্য চালু করা আমাদের ছোট (বাস্কেটবল ইমোজি) মেসেঞ্জার তিন মাসের মধ্যে একশ' কোটি বারেরও বেশি খেলা হয়েছে। যেহেতু সবাই এটি পছন্দ করে তাই ইউরো ২০১৬ আর কোপা আমেরিকাকে সামনে রেখে গেমটি চালু করা হয়েছে।''

যেভাবে খেলতে হবে
১। মেসেঞ্জারের সর্বশেষ সংস্করণে আপডেটেড থাকতে হবে স্মার্টফোনটি
২। ফুটবলের ইমোজি সিলেক্ট করে কোন বন্ধুকে পাঠাতে হবে
৩। চ্যাটে আসা আইকনে চাপ দিতে হবে
৪। ব্যস, গেমটি চালু হয়ে যাবে।


বিডি-প্রতিদিন/২৩ জুন, ২০১৬/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর