Bangladesh Pratidin

ঢাকা, মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১৬

প্রকাশ : ১৩ জুলাই, ২০১৬ ১৮:১৫
২ আগস্ট বাজারে আসছে স্যামসাংয়ের 'নোট ৭'
অনলাইন ডেস্ক
২ আগস্ট বাজারে আসছে স্যামসাংয়ের 'নোট ৭'

স্যামসাংয়ের বহু প্রতীক্ষিত পরবর্তী প্রজন্মের নোট ফ্যাবলেট অর্থাৎ 'নোট ৭' আগামী ২ আগস্ট নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে উন্মুক্ত করা হবে। একই সময় যুক্তরাজ্যের লন্ডন এবং ব্রাজিলের রিও ডি জেনেরিওতেও নোটটি উন্মক্ত করা হবে বলে কোম্পানি এক ঘোষণায় জানায়। খবর ইন্ডিয়া টুডে'র

বেশ কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, 'নোট ৭'এর সম্মুখভাগে জোড়া কার্ভ [বক্রাকৃতির] ডিসপ্লে থাকবে। এছাড়া এতে থাকছে ৫.৭ ইঞ্চি কিউএইচডি সুপার অ্যামোলেড ডিসপ্লে, ৬ জিবি র‌্যামসংবলিত কুয়ালকম স্ন্যাপড্রাগন ৮২০/৮২১ প্রসেসর, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড এন-ভিত্তিক টাচউয়িজ ইউআই এবং এর পেছনের ক্যামেরা হবে ১২ মেগাপিক্সেলের।

বিডি-প্রতিদিন/১৩ জুলাই ২০১৬/শরীফ
 

 
আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow