২৫ জুলাই, ২০১৬ ১৭:২৫

গুগল প্লে-স্টোরে মিলছে প্রিজমা অ্যাপ

অনলাইন ডেস্ক

গুগল প্লে-স্টোরে মিলছে প্রিজমা অ্যাপ

ভারতের অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য সুখবর! সোমবার থেকে সেখানে গুগল প্লে-স্টোরে পাওয়া যাচ্ছে এই মুহূর্তে বিশ্বের জনপ্রিয় ফটো-এডিটিং অ্যাপ প্রিজমা। এই ফ্রি অ্যাপটির সাইজ ৭ এমবি৷ স্মার্টফোনে কিটক্যাট বা কিটক্যাট পরবর্তী (ললিপপ, মার্শেমলো) ভার্সন ওএস থাকলেই এই অ্যাপ ডাউনলোড করা যাবে।

প্লে-স্টোরে গত কয়েকদিন ধরেই প্রিজমা নাম ভাঙ্গিয়ে বহু আজেবাজে অ্যাপের উদয় হয়েছিল। যার সবকটিই নকল। আসল অ্যাপটি আজ থেকে ভারতে ডাউনলোড করা যাচ্ছে।

ইনস্টাগ্রাম-এর মতো ফটো এডিটিং অ্যাপকেও গোল দিচ্ছে প্রিজমা-র জনপ্রিয়তা। সহজ করে বললে, প্রিজমা হল একটি ফটো ফিল্টার iOS অ্যাপ। কেন এই অ্যাপ নিয়ে এত মাতামাতি? কারণ এর ফিল্টারগুলি! একজন পেশাদার চিত্রশিল্পীরা ঠিক যেভাবে আপনার পোট্রেট আঁকবেন, artificial intelligence ব্যবহার করে এই অ্যাপও আপনার যে কোনও ছবিকে অনেকটা সেরকম দেখতে করে তোলে। এক ঝলকে দেখলে মনে হবে, কোনও আর্ট গ্যালারিতে সাজিয়ে রাখার মতো ছবি৷ যে কোনও সাধারণ ছবিকেও ‘প্রিজমা’ আকর্ষণীয় করে তোলে চোখের নিমেষে৷

বিডি প্রতিদিন/ ২৫ জুলাই ২০১৬/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর