শিরোনাম
২৬ জুলাই, ২০১৬ ১৩:০৬

ভারতে ফেসবুকে অফলাইনেও দেখা যাবে ভিডিও

অনলাইন ডেস্ক

ভারতে ফেসবুকে অফলাইনেও দেখা যাবে ভিডিও

ইউটিউবের পর এবার ভারতে পরীক্ষামূলক ভাবে অফলাইন ভিডিও দেখার পদ্ধতি চালু করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে ফেসবুক। জানা গেছে, ইন্টারনেট কানেক্টিভিটি খারাপ হলে যাতে ফেসবুক ব্যবহারকারীদের জন্য ভিডিও দেখা সম্ভব হয় তাই এই ধরনের পদ্ধতি চালু করতে যাচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ।

এক বিবৃতিতে ফেসবুক জানিয়েছে, তাদের পক্ষ থেকে এই পদ্ধতিতে পরীক্ষা করে দেখা হচ্ছে সেই সমস্ত ব্যক্তিদের জন্য যারা ভালো ইন্টারনেট পরিষেবার মধ্যে ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করতে পারে। ফলে তারা সেই সমস্ত ডাউনলোড করা ভিডিও অনলাইন ও অফলাইনে দেখতে পারবে বিনা ইন্টারনেট খরচে। 

এর আগে ২০১৪ সালে অফলাইন ভিডিও দেখার পদ্ধতি চালু করেছিল ইউটিউব। উল্লেখ্য, ভারতে ফেসবুকের ১ হাজার ৪২০ লক্ষ ব্যবহারকারী রয়েছে। যারা এতদিন কেবলমাত্র নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে ভিডিও আপলোড করতে পারত। ফলে এই অফলাইন ও অনলাইন ভিডিও দেখার পদ্ধতি কেবলমাত্রা কিছু শতাংশ ফেসবুক ব্যবহারকারীর উপরই পরীক্ষা করা হবে প্রথমে।

সূত্র: সংবাদ প্রতিদিন


বিডি প্রতিদিন/২৬ জুলাই ২০১৬/হিমেল-১২

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর