২৬ জুলাই, ২০১৬ ২০:৪৯

হ্যাকারকে পুরস্কৃত করলো টুইটার!

অনলাইন ডেস্ক

হ্যাকারকে পুরস্কৃত করলো টুইটার!

হ্যাকিং যে কেবল তথ্য হাতেয়ে নিতেই করা হয় তা নয়, অনেক প্রোগ্রামার রয়েছেন যারা কেবল শখের বশেই হ্যাকিং করেন। কখনো কখনো নতুন সফটওয়্যার বা ওয়েবসাইট তৈরি হওয়ার পরেও তাতে কিছু ‘বাগ’ থেকে যাচ্ছে। কম্পিউটারের ভাষায়, বাগ বলতে বোঝায় কোড-এর কিছু অসম্পূর্ণতা যার জন্য ওয়েবসাইটে কোনো কোনো ফিচার্স যা হওয়ার কথা ছিল তা হয় না। সফটওয়্যার ডেভেলপার বা প্রোগ্রামাররা ওয়েবসাইট বা ওয়েব প্ল্যাটফর্ম লঞ্চ হওয়ার পরেও সেগুলিকে খুঁজে বার করেন। এই কাজটি ওয়েবসাইটের পক্ষ থেকেও যেমন করা হয়, তেমনই শখের কোনও প্রোগ্রামারও বাইরে থেকে কাজটি করতে পারেন। 

ভারতীয় শখের হ্যাকার অবিনাশ ঠিক তেমন করেই বাগ খুঁজতে গিয়ে হ্যাক করে ফেলেছেন ‘ভাইন’ নামক টুইটারের ভিডিও-বেসড মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মের সোর্স কোড। আসলে এই সোর্স কোডটি ডকার ইমেজ হিসেবে রাখা ছিল। সেই ইমেজটি ছিল পাবলিক, প্রাইভেট নয়। তাই ইমেজটি ডাউনলোড করে সোর্স কোডটি অবিনাশের পক্ষে হ্যাক করা সহজ হয়। কিন্তু মজার ব্যাপার হল অবিনাশের এই হ্যাকিং প্রচেষ্টা টুইটারের পক্ষে লাভজনক হয়। তারা ভাইন-এর ‘বাগ’-টি ফিক্স করতে সক্ষম হন তার অল্প কিছুক্ষণের মধ্যেই। তার পরেই টুইটারের পক্ষ থেকে পুরস্কৃত করা হয় অবিনাশকে আর টাকার অঙ্কটা যে ভারতীয় মুদ্রায় বেশির দিকেই, তা বলাই বাহুল্য। সূত্র: এবেলা। 


বিডি-প্রতিদিন/ ২৬ জুলাই, ২০১৬/ আফরোজ 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর