Bangladesh Pratidin

ঢাকা, রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৭

প্রকাশ : ৭ অক্টোবর, ২০১৬ ০৫:২২
আপডেট :
চলতি বছরেই আসছে নোকিয়ার নতুন অ্যান্ড্রয়েড স্মার্টফোন
অনলাইন ডেস্ক
চলতি বছরেই আসছে নোকিয়ার নতুন অ্যান্ড্রয়েড স্মার্টফোন

গুজবটি অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। সে গুজবই এবার সত্যি হতে যাচ্ছে। সব গুজবের অবসান ঘটিয়ে বাজারে আসছে নোকিয়ার নতুন অ্যান্ড্রয়েড  ফোন৷ নতুন খবর অনুযায়ী নোকিয়ার এই নতুন অ্যান্ড্রয়েড ফোন এই বছরের শেষেই বাজারে পাওয়া যাবে৷ জানা গেছে যে, Nokia C1 বা Nokia D1C নামেই বাজারে আসবে নোকিয়ার এই স্মার্টফোন৷

কিন্তু এর আগে নোকিয়ার এই স্মার্টফোনের ফিচার সম্পর্কাদি তথ্য ফাঁস হয়ে গিয়েছিল। তবে ফাঁস হওয়া ফিচারের সঙ্গে খানিক পার্থক্য রয়েছে নতুন এই ফোনের সিস্টেম ইনফরমেশনে৷ ফিচারস সংক্রান্ত যেসব তথ্য এর আগে ফাঁস হয়েছিল তাঁর মধ্যে অন্যতম ছিল Snapdragon প্রসেসর ও বাজারে সদ্য জনপ্রিয় হওয়া অপারেটিং সিস্টেম Android7.0 Nougat৷ এই তথ্যের উপর ভিত্তি করেই বাজারে শোরগোল পড়েছিল৷

কিন্তু সম্প্রতি সংস্থার পক্ষ থেকে যে ফোনটির কথা জানানো হয়েছে তার সিস্টেম ইনফরমেশনে রয়েছে Qualcomm octa-core প্রসেসর৷ টেকবিশেষজ্ঞদের মতে, যদি সত্যি এমন হয় তাহলে টেকদুনিয়ায় এই ফোন নিয়ে যে উত্তেজনা চলছে তাতে ভাটা পড়বে। কিন্তু এছাড়াও Adreno 505GPU এবং 3GB RAM থাকছে এই ফোনে৷

ক্রেতারা অনেকেই ফোনটিকে নোকিয়ার অন্যতম শ্রেষ্ঠ ফোন হিসেবে উল্লেখ করে ফেলেছেন ফোনটি বাজার আসার আগেই৷ কিন্তু শেষ পর্যন্ত কতটা জনপ্রিয় হবে নোকিয়ার এই ফোন তা জানা যাবে ফোনটির অফিসিয়ালি বাজারে আসার পরেই৷


বিডি-প্রতিদিন/৭ অক্টবর, ২০১৬/তাফসীর

 

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow