৪ ডিসেম্বর, ২০১৬ ০৬:০৪

অ্যান্ড্রয়েড ফোনের সম্ভার নিয়ে বাজারে ফিরছে নোকিয়া

অনলাইন ডেস্ক

অ্যান্ড্রয়েড ফোনের সম্ভার নিয়ে বাজারে ফিরছে নোকিয়া

একটা সময় মোবাইল ফোনের বাজার প্রায় ছিল নোকিয়ার দখলে। সাধারণ মানুষের কাছে তখন মোবাইল মানেই ছিল নোকিয়া। তার পর সময়টা পাল্টে গিয়েছে অনেকটাই। বাজারে এখন সর্বত্র দাপাচ্ছে বিভিন্ন কোম্পানির অ্যান্ড্রয়েড ফোন। হালফিলের স্মার্ট ফোন ব্যবহার করতে গিয়ে যারা মাঝে মধ্যেই নানা সমস্যায় পড়ছেন, তাদের কারও মুখে তখন শোনা যাচ্ছে, ‘আহঃ, মোবাইল ছিল নোকিয়ার....ছুড়ে মারলেও কিছু হত না। আর এই সব অ্যান্ড্রয়েড ফোনগুলো দাম দিয়ে কিনেও হাজার একটা সমস্যা লেগেই রয়েছে!’

তবে যারা এখনও স্মৃতি হাতড়ে নকিয়ার মোবাইলের কথা মনে করে আফসোস করেন, তাদের জন্য একটা দারুন খবর! বাজারে ফিরছে নোকিয়া। ফিরছে নতুন অ্যান্ড্রয়েড ফোনের ভাণ্ডার নিয়ে। অনেকেই হয়ত খবরটা শুনে লাফিয়ে উঠবেন! কেউ হয়তো নিজেকে সামলে নিয়ে জানতে চাইবেন, ‘তা...কী কী পাওয়া যাবে এই নোকিয়া অ্যান্ড্রয়েড ফোনে!’

একটি মিডিয়া রিপোর্টে প্রকাশিত খবর অনুযায়ী, আগামী বছরের ফেব্রুয়ারি মাসেই বাজারে বেশ কয়েকটি নতুন মডেলের অ্যান্ড্রয়েড ফোন আনতে চলেছে নোকিয়া। ওই রিপোর্টের দাবি, এর মধ্যে ৫ ইঞ্চি লম্বা মাল্টিটাচ স্ক্রিন বিশিষ্ট নোকিয়া ডি ১সি-তে মিলবে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা, ২ জিবি র‌্যাম এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৩০ পাওয়ার প্রসেসর। সপ্তাহ খানেকের মধ্যেই নাকি তাদের বাকি ফোনগুলির তালিকা আর বৈশিষ্টও প্রকাশ করবে নোকিয়া। এবার প্রশ্ন একটাই! কত দাম হবে এই ফোনের? সূত্রের খবর, দামটা এখনই নির্দিষ্ট করে বলা না গেলেও তা এমনই হবে যা চিন্তা বাড়াবে বাজারের বাকি মোবাইল সংস্থাগুলোর। সূত্র: আনন্দবাজার পত্রিকা

বিডি-প্রতিদিন/০৪ ডিসেম্বর, ২০১৬/মাহবুব

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর