৪ ডিসেম্বর, ২০১৬ ১৩:৪৭

বিপন্ন মানুষের হাতে ত্রাণ পৌঁছে দেবে উড়ন্ত রোবট অ্যাম্বুলেন্স!

অনলাইন ডেস্ক

বিপন্ন মানুষের হাতে ত্রাণ পৌঁছে দেবে উড়ন্ত রোবট অ্যাম্বুলেন্স!

রণক্ষেত্র অথবা ভয়াবহ ভূমিকম্প, বন্যা, সাইক্লোন, টর্নেডো, সুনামির মতো প্রাকৃতিক দুর্যোগে মুশকিলের আসান হবে ফ্লাইং সসার। এটি অসহায় মানুষের অনুসন্ধান করবে আর তাদের হাতে ত্রাণসামগ্রী পৌঁছে দেবে। এই ‘ফ্লাইং সসার’ আদতে একটি স্বয়ংক্রিয় (অটোমেটেড) উড়ন্ত (ফ্লাইং) রোবটিক অ্যাম্বুলেন্স (এএফআরএ বা ‘আফরা’)।

এটি কোন মানুষ চালাবে না, চালাবে সর্বাধুনিক একটি রোবট। এই ফ্লাইং সসার বানিয়েছে ইসরায়েলি সংস্থা- ‘আরবান অ্যারোনটিক্স’।

ওই ইসরায়েলি সংস্থার ‘আফরা’ অপারেশন ম্যানেজার, রোবট প্রযুক্তিবিদ অনাবাসী ভারতীয় মঞ্জুলা থাপার বলছেন, ‘‘গত পয়লা ডিসেম্বর ‘আফরা’র প্রথম পরীক্ষামূলক উড্ডয়ন হয়েছে তেল আভিভে। আমরা এই ফ্লাইং রোবটিক অ্যাম্বুলেন্সটির নাম দিয়েছি- ‘করমোর‌্যান্ট’। আগামী দিনে এটিতে কোনও পাইলটও চাপতে পারবেন। নিয়ে যাওয়া যাবে একটু ভারী যন্ত্রপাতি। রণক্ষেত্রে অসুস্থ সৈনিক বা প্রাকৃতিক দুর্যোগকবলিত মানুষের সার্জারির প্রয়োজনে। আগে এর নাম দেওয়া হয়েছিল- ‘এয়ারমিউল’। সেটি বদলে এখন করা হয়েছে ‘করমোর‌্যান্ট’। আগের ‘এয়ারমিউল’ মডেলটিতে পাইলট চাপার কোনও ব্যবস্থাই ছিল না। নতুন ‘করমোর‌্যান্ট’ মডেলটিতে সেই ব্যবস্থাও রাখা হয়েছে।’’

বিডি-প্রতিদিন/ ০৪ ডিসেম্বর ২০১৬/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর