৪ ডিসেম্বর, ২০১৬ ১৪:৫৫

২৬ জানুয়ারি চাঁদে উড়বে ভারতের পতাকা

অনলাইন ডেস্ক

২৬ জানুয়ারি চাঁদে উড়বে ভারতের পতাকা

ভারতের প্রজাতন্ত্র দিবসে চাঁদের মাটিতে উড়বে দেশটির পতাকা। আর মহাকাশ অভিযানের ক্ষেত্রে এটি হবে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এমনই উদ্যোগ নিয়েছে বেসরকারি সংস্থা ‘টিম ইন্দাস’। ভারতের প্রথম সংস্থা হিসেবে তারা ‘রোভার’ মহাকাশযানটি আগামী ২০১৮ সালের ২৬ জানুয়ারিতে মাহাকাশে পাঠাবে বলে জানিয়েছে। জানা যায়, ৩২০ টন ওজনের ভারী রকেটে চাপিয়ে ‘রোভার’ মহাকাশযানটিকে চাঁদে পাঠানো হবে। আর ওই ‘রোভার’ মহাকাশযানটি দেশটির জাতীয় পতাকা চাঁদের মাটিতে পুঁতে দিতে সক্ষম হবে।

সংস্থাটি এই মহাকাশ যান পাঠাতে ISRO-র কাছ থেকে PSLV কিনছে। সংস্থার হেডকোয়ার্টার রয়েছে বেঙ্গালুরুতে। সেখান থেকে পরিচালনা হচ্ছে পুরো কাজ। ২০০৭-এ ঘোষণা করা হয়েছিল ২০ মিলিয়ন ডলার পুরস্কারের একটি প্রতিযোগিতা। যেখানে বলা হয়েছিল কোন বেসরকারি সংস্থাকে চাঁদে রোবট পাঠাতে হবে, যে ৫০০ মিটার ঘুরতে পারবে এবং ভাল ছবি ও ও ভিডিও নিয়ে আসতে পারবে। ৩০ টি সংস্থার মধ্যে থেকে একমাত্র এই ‘ইন্দাস’ রকেট কনট্রাক্ট পেয়েছে। আর সম্পূর্ণ পরীক্ষা করে তবেই রকেটটি চাঁদে পাঠাবে বলে জানিয়েছে মহাকাশ গবেষণা সংস্থাটি।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর